18 Mar 2023
গত ১৮ ই মার্চ উত্তরবঙ্গের অন্যতম পাঁচ তারকা হোটেল Momo Inn Hotel & Resort- এ অনুষ্ঠিত হয় আলফা নেট এর Employee Appreciation Day - 2023।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিখ্যাত IT উদ্যোক্তা, যুক্তরাষ্ট্র প্রবাসী, আলফা নেট এর Founder এবং Group Director জনাব আবু সুফিয়ান হায়দার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফরিদ আহমেদ (সময় প্রকাশন), জান্নাত হক মুন (চেয়ারম্যান, মুন লাইট ফাউন্ডেশন)।
Employee Appreciation Day - 2023 অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলফা নেট এর CEO জনাব একরামুল হায়দার।
আলফা নেট এর গ্রাহকদের মানসম্মত পরিষেবা প্রদানের জন্য প্রতিটি Employee কঠোর পরিশ্রম করে। তাদেরকে Appreciate করার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করে আলফা নেট। কুইজ প্রতিযোগিতা, বক্তব্য, একাধিক মজাদার Activity এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাজানো ছিল সম্পূর্ণ দিনের কর্মসূচি।
অনুষ্ঠানটিতে আলফা নেট এর সকল Employee দের Appreciate করা হয় এবং সকল Employee দের মধ্য থেকে ৪টি ক্যাটাগরিতে Outstanding Performer - 2022 হিসেবে ৬ জনকে নির্বাচন করা হয়।
দুপুরে জমজমাট একটি Buffet Lunch এর ব্যবস্থা ছিল যেখানে আলফা নেট এর সকল Employee এবং অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।
বিকেলের অধিবেশন টি সাজানো ছিলো পুরস্কার বিতরনি অনুষ্টানে। যেখানে পূর্বের Inter-Department Badminton Tournament - 2023, Typing Competition এবং অন্যান্য প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে আলফা নেট এর Founder জনাব আবু সুফিয়ান হায়দার বলেন "প্রত্যেক কর্মচারী তাদের কঠোর পরিশ্রম এবং সারা বছর ধরে নিষ্ঠার সাথে কাজের মাধ্যমেই Alpha Net সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। আলফা নেট এর প্রতিটি কর্মী আমার কাছে হীরের টুকরো। তারা আমাদের প্রতিটি গ্রাহকদের শতভাগ আস্তা অর্জনে প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এভাবে গ্রাহকদের উন্নত সেবা প্রদানের মাধ্যমে Alpha Net কে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে-ইনশাল্লাহ।"
এরপর Momo Inn Hotel & Resort এর বিভিন্ন Ride Sharing এবং ঘোরাঘুরি করার মধ্য দিয়ে Employee Appreciation Day-2023 অনুষ্ঠাটির সমাপ্তি হয়।
[All Registered Trademarks, Logo and Brand Names are properties of their respective owners]