12 Mar 2022
রাজধানীর ” হোটেল ৭১ ” এ গত ১২ মার্চ, ২০২২ ইং শনিবার আলফা নেট এর 20 বছর পূর্তি অনুষ্ঠানটি উদযাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফা নেট বাংলাদেশের 50 টিরও বেশি কর্পোরেট ক্লায়েন্ট। আলফা নেট র্দীঘ ২০ বছর যাবত নিজেদের কর্মদক্ষতা দিয়ে শীর্ষদের তালিকায় স্থান দখল করেছেন এবং এই সাফল্যকে উদযাপন করা হয়েছে আলফা নেটের Corporate ক্লায়েন্টদের সাথে। এছাড়াও আলফা নেট বাংলাদেশ ছাড়াও ৫০ টিরও বেশি দেশে সমান ভাবে সফলতার সাথে সকল গ্রাহকদের উন্নত মানের IT Solution প্রদান করে আসছে। IT Solution Provider গুলোর মধ্যে আলফা নেট বর্তমানের একটি অন্যতম স্থান দখল করে রয়েছে। আর সেটি সম্ভব হয়েছে শুধুমাত্র আলফা নেট এর শুভানুধ্যায়ী গ্রাহকদের জন্যই।
অনুষ্ঠানটির পরিচালনা করেন জনাব একরামুল হায়দার (Chief Executive Officer of Alpha Net)। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন Alpha Net এর Founder আবু সুফিয়ান হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আথার সৈয়দ (Director of Business Development, Sineris)।
অনুষ্ঠানটিতে গ্রাহকদের সাথে কুশল বিনিময় করা হয় এবং গ্রাহকদের থেকে তাদের নিজেদের কোম্পানি সম্পর্কে বিভিন্ন ধরণের আলোচনা করা হয়।
অনুষ্ঠানটিতে সকল Corporate ক্লায়েন্টদের উদ্দ্যেশে আলফা নেট এর CEO জনাব একরামুল হায়দার বলেন "যে সকল গ্রাহক আলফা নেট এর সাথে আছে তাদের সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ। কেননা আপনাদের ভালবাসা এবং বিশ্বাসের কারনেই আলফা নেট আজকে এই আয়োজন করার সুযোগ পেয়েছেন। ভবিষ্যতেও এইধরনের আয়োজন করতে পারলে আলফা নেট খুশি হবেন এবং সেইসাথে ভবিষ্যতেও প্রতিটি গ্রাহককে সর্বোচ্চ মানের সেবা দিতে পারব ইনশাল্লাহ।"
আলোচনা পর্ব শেষে আরাম্ভপূর্ণ নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
[All Registered Trademarks, Logo and Brand Names are properties of their respective owners]