04 Jan 2026
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউটে সফলভাবে সম্পন্ন হয়েছে Special Foundation Training, যার মূল বিষয় ছিল “Fast Track Career Growth”। এই প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের মৌলিক পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি দ্রুত ক্যারিয়ার অগ্রগতির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা।
প্রশিক্ষণ সেশনে ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, সমস্যা সমাধান কৌশল, আধুনিক প্রযুক্তিগত ধারণা এবং ভবিষ্যৎমুখী মানসিকতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীরা ইন্ডাস্ট্রি-রিলেভেন্ট বাস্তব অভিজ্ঞতা ও কৌশল সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করেন, যা তাদের কর্মজীবনে দ্রুত ও কার্যকর অগ্রগতিতে সহায়ক হবে।
প্রশিক্ষণ শেষে বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউটের মহাপরিচালক খেনচান এবং বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান মোঃ রেজানুর রহমান–এর সঙ্গে প্রশিক্ষণ সেশন ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
[All Registered Trademarks, Logo and Brand Names are properties of their respective owners]