04 Jan 2026
ক্যারিয়ারের অগ্রগতি নিশ্চিত করতে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, কার্যকর দক্ষতা এবং ভবিষ্যৎমুখী মানসিকতা। এই লক্ষ্যকে সামনে রেখে Bangladesh Institute of Management (BIM)–এ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে “Session on Fast-Track Career Growth”
সেশনটিতে ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, বাস্তবমুখী সমস্যা সমাধান কৌশল এবং কর্মজীবনে দ্রুত এগিয়ে যাওয়ার কার্যকর স্ট্র্যাটেজি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা ইন্ডাস্ট্রি-রিলেভেন্ট বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োগযোগ্য ধারণা অর্জন করেন, যা তাদের পেশাগত জীবনে আত্মবিশ্বাস ও অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে।
এই ধরনের সেশন তরুণ পেশাজীবী ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি একটি দক্ষ, প্রগতিশীল ও জ্ঞানভিত্তিক কর্মসংস্কৃতি গড়ে তুলতে সহায়ক।
প্রশিক্ষণ শেষে Bangladesh Institute of Management (BIM)–এর ঊর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা ও বিভাগীয় প্রধান, কম্পিউটার সার্ভিসেস বিভাগ ও পরিচালক (অর্থ), প্রকৌঃ মোঃ মেহ্বুব হাসান কল্লোল এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা ও বিভাগীয় প্রধান, মোহাঃ আমিনুল ইসলাম এর সঙ্গে প্রশিক্ষণ সেশন ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
[All Registered Trademarks, Logo and Brand Names are properties of their respective owners]