Design Your Career at Dhaka International University (DIU)

Design Your Career at Dhaka International University (DIU)

07 Jan 2026

Dhaka International University (DIU)-এ Alpha Net-এর উদ্যোগে “Design Your Career” শীর্ষক ফ্রি সেমিনার অনুষ্ঠিত। ৭-ই জানুয়ারি, বুধবার সকাল ১০:০০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয়।

এই সেমিনারের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের শুধুমাত্র চাকরি পাওয়ার প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে, দীর্ঘমেয়াদী ও পরিকল্পিত ক্যারিয়ার গঠনের বাস্তব দিকনির্দেশনা প্রদান করা। Career, Entrepreneurship এবং Business Development—এই তিনটি গুরুত্বপূর্ণ পথকে কেন্দ্র করে সেমিনারটি পরিচালিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - Prof. Dr. A.T.M. Mahabubur Rahman Treasurer, Dhaka International University. Dean, Faculty of Science & Engineering, Dhaka International University.

সেমিনারের সভাপতিত্ব করেন - Prof. Dr. Md. Abdul Based, Professor & Chairman ( Acting ), Department of CSE, Dhaka International University.

অনুষ্ঠানে Keynote Speaker হিসাবে বক্তব্য রাখেন আমেরিকা থেকে আগত - Abu Sufian Haider Tech Entrepreneur | Philanthropist | Martial Arts Instructor.

Design Your Career at DIU
Design Your Career at DIU

সেমিনারে আলোচনায় উঠে আসে:

  • Career: পড়াশোনা শেষ করে বাস্তব কর্মজগতে নিজেকে কীভাবে প্রস্তুত করতে হয়, শুরুতে কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিতে হবে, কাজের মাধ্যমে কীভাবে নিজেকে প্রমাণ করা যায়, এবং সময়ের সাথে সাথে নিজের দক্ষতা বাড়িয়ে ভালো অবস্থানে পৌঁছানো যায় ।
  • Entrepreneurship: নিজের মধ্যে উদ্যোগ নেওয়ার সাহস তৈরি করা, চারপাশের সমস্যা ও সুযোগগুলো চিনে নেওয়া, নতুন আইডিয়া নিয়ে ভাবা, এবং বাস্তব পরিস্থিতি বুঝে কখন নিজের কিছু শুরু করা সঠিক হবে সেই সিদ্ধান্ত নেওয়া।
  • Business Development: কোনো কাজ বা ব্যবসাকে কীভাবে ধীরে ধীরে সামনে এগিয়ে নেওয়া যায়, ভালো সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস গড়ে তোলা, নতুন সুযোগ খুঁজে বের করা, এবং প্রতিষ্ঠানের ভেতরে থেকেই নতুন কিছু করার মানসিকতা তৈরি করা।

সেমিনারে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং পুরো সেশন জুড়ে সক্রিয়ভাবে আলোচনা ও মতবিনিময় করে। উল্লেখযোগ্যভাবে, এই সেমিনারটি ছিল ১০০% ফ্রি, এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হয়।

Design Your Career at DIU

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে স্পষ্ট ধারণা গড়ে তুলতে ও বাস্তব জীবনে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে সহায়তা করবে এবং ভবিষ্যতে আরও এ ধরনের কার্যক্রম আয়োজন করা হবে।

Need Help?

If you need any help to select the right solution for your business, please call us at 09613-250250 within 9:00AM- 9:00PM or you can start a live chat. Alpha Net's support team is available 24/7 via live chat.

Start Live Chat Mail Now Call Now

[All Registered Trademarks, Logo and Brand Names are properties of their respective owners]

Select Location

whatsapp