07 Jan 2026
Dhaka International University (DIU)-এ Alpha Net-এর উদ্যোগে “Design Your Career” শীর্ষক ফ্রি সেমিনার অনুষ্ঠিত। ৭-ই জানুয়ারি, বুধবার সকাল ১০:০০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয়।
এই সেমিনারের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের শুধুমাত্র চাকরি পাওয়ার প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে, দীর্ঘমেয়াদী ও পরিকল্পিত ক্যারিয়ার গঠনের বাস্তব দিকনির্দেশনা প্রদান করা। Career, Entrepreneurship এবং Business Development—এই তিনটি গুরুত্বপূর্ণ পথকে কেন্দ্র করে সেমিনারটি পরিচালিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - Prof. Dr. A.T.M. Mahabubur Rahman Treasurer, Dhaka International University. Dean, Faculty of Science & Engineering, Dhaka International University.
সেমিনারের সভাপতিত্ব করেন - Prof. Dr. Md. Abdul Based, Professor & Chairman ( Acting ), Department of CSE, Dhaka International University.
অনুষ্ঠানে Keynote Speaker হিসাবে বক্তব্য রাখেন আমেরিকা থেকে আগত - Abu Sufian Haider Tech Entrepreneur | Philanthropist | Martial Arts Instructor.
সেমিনারে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং পুরো সেশন জুড়ে সক্রিয়ভাবে আলোচনা ও মতবিনিময় করে। উল্লেখযোগ্যভাবে, এই সেমিনারটি ছিল ১০০% ফ্রি, এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে স্পষ্ট ধারণা গড়ে তুলতে ও বাস্তব জীবনে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে সহায়তা করবে এবং ভবিষ্যতে আরও এ ধরনের কার্যক্রম আয়োজন করা হবে।
[All Registered Trademarks, Logo and Brand Names are properties of their respective owners]