17 Sep 2025
বিশ্ববিদ্যালয়ের Career Counselling And Development Centre (CCDC) তে সকাল ০৯:০০ টায় এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ মাঈন উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মোঃ ফরিদ উদ্দিন খান (Pro Vice Chancellor, Academic)। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকা থেকে আগত প্রযুক্তি উদ্যোক্তা ও আইটি বিশেষজ্ঞ - আবু সুফিয়ান হায়দার এবং আলফা নেটের সিইও জনাব মো: একরামুল হায়দার।
সেমিনারের সভাপতিত্ব করেন অধ্যাপক ডঃ মোঃ নূরুল মোমেন (Director, CCDC)।
সিএসই বিভাগ থেকে প্রায় দুইশ’র বেশি শিক্ষার্থী এবং প্রায় ১০ জন শিক্ষক সেমিনারটিতে অংশগ্রহণ করে।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপক জনাব আবু সুফিয়ান হায়দার তথ্য প্রযুক্তির বিভিন্ন সেক্টর, ক্যারিয়ার সম্ভাবনা এবং শিক্ষার্থীদের জন্য প্রস্তুতির কৌশল নিয়ে তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি বাস্তব অভিজ্ঞতা ও গাইডলাইন শেয়ার করে শিক্ষার্থীদের IT Sector এ সফল Career গঠনের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
পাশাপাশি আলফা নেটের সিইও জনাব মো: একরামুল হায়দার তার বক্তব্যে একটি ভালো Career গঠনের জন্যে নিজেকে কিভাবে তৈরি করবেন তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরার পাশাপাশি প্রযুক্তি খাতে শিক্ষার্থীদের ভূমিকা, দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা ও আলফা নেট এ ভবিষ্যৎ সুযোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে যে, এ প্রোগামের মাধ্যমে শিক্ষাথীরা Career গঠনের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছেন যা তাদের ভবিষ্যত কর্ম জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং ভবিষ্যতে তারা আরো এ ধরনের প্রোগ্রাম আয়োজনের করবে।
[All Registered Trademarks, Logo and Brand Names are properties of their respective owners]