26 Aug 2025
গত ২৬ আগস্ট ২০২৫ – পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আলফা নেট আয়োজিত “Generative AI Engineering Workshop & Higher Study Seminar”। শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন এ অনুষ্ঠানে।
প্রধান বক্তা ইসরাফিল মাসুম (AI Engineer, USA) শিক্ষার্থীদের সামনে কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, আন্তর্জাতিক গবেষণার সুযোগ এবং বিদেশে উচ্চশিক্ষার নানা সম্ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, “AI শুধু বড় দেশগুলোর বিষয় নয়, বাংলাদেশের তরুণরাও এই খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”
তার বক্তৃতায় উঠে আসে Generative AI, Robotics, Natural Language Processing, এবং AI-based Automation। তিনি উদাহরণ দেন কিভাবে উন্নত বিশ্বে কৃষি ও শিল্পে AI ব্যবহার হচ্ছে এবং বাংলাদেশের জন্য কী সম্ভাবনা রয়েছে।
সেমিনারে আলফা নেট এর AI Server ব্যবহার করে Machine Learning Model Training এর একটি ডেমো দেখায়। শিক্ষার্থীরা বুঝতে পারেন কিভাবে একটি মডেল তথ্য থেকে শিখে পরবর্তী সময়ে সঠিক তথ্য দিতে পারে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের আগ্রহ ছিল লক্ষ্যণীয়। তারা প্রশ্ন করেন বিদেশে পড়াশোনার জন্য প্রয়োজনীয় IELTS/TOEFL প্রস্তুতি, Scholarship Application এবং গবেষণার বিষয় বাছাই নিয়ে। বক্তা তাদের ধাপে ধাপে পরামর্শ দেন।
শিক্ষকদের মতে, এই ধরনের সেমিনার শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তোলে।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা জানান, তারা AI ভিত্তিক ক্যারিয়ার সম্পর্কে নতুন করে চিন্তা করতে অনুপ্রাণিত হয়েছেন।
আলফা নেটের পক্ষ থেকে জানানো হয়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও তারা এ ধরনের আয়োজন চালিয়ে যাবে।
[All Registered Trademarks, Logo and Brand Names are properties of their respective owners]