22 Jan 2026
কক্সবাজারে অনুষ্ঠিত আলফা নেটের দুই দিনব্যাপী অফিসিয়াল ট্যুর সফলভাবে সম্পন্ন হয়েছে। আলফা নেটের সকল ব্রাঞ্চের কর্মকর্তা ও কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণে এই আয়োজন ছিল সমন্বয়, অনুপ্রেরণা এবং দলগত শক্তিকে আরও সুসংহত করার একটি কার্যকর উদ্যোগ।
কর্মব্যস্ততার বাইরে এসে একসাথে সময় কাটানো, অভিজ্ঞতা বিনিময় এবং দলগত কার্যক্রমের মাধ্যমে আমাদের টিম স্পিরিট আরও দৃঢ় হয়েছে। এই ট্যুর আমাদের পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বের দক্ষতা এবং ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে একসাথে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতিকে নতুনভাবে শক্তিশালী করেছে।
আলফা নেট বিশ্বাস করে—একটি শক্তিশালী ও অনুপ্রাণিত টিমই টেকসই সাফল্যের মূল ভিত্তি। কর্মীদের পেশাগত উন্নয়ন ও ইতিবাচক কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও এ ধরনের কর্পোরেট উদ্যোগ অব্যাহত রাখবে।
সবার সম্মিলিত প্রচেষ্টায় সামনে রয়েছে আরও বড় লক্ষ্য এবং নতুন অর্জনের পথ। একসাথেই এগিয়ে চলি—আলফা নেট।
[All Registered Trademarks, Logo and Brand Names are properties of their respective owners]