06 Nov 2020
দেশের সেরা এন্টারপ্রাইজ ওয়েব হোস্টিং কোম্পানী আলফা নেট এর পক্ষ থেকে সকল কাস্টমারকে জানায় আন্তরিক অভিনন্দন।
আলফা নেট আমেরিকা ভিত্তিক একটি প্রতিষ্ঠান যা দীর্ঘ ২০ বছর সাফল্যের সাথে তাদের কাস্টমারদের উন্নত মানের সেবা এবং তাদের শতভাগ আস্থা অর্জনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বৃহত্তর উত্তর বঙ্গের রাজধানী খ্যাত বগুড়ায় আলফা নেট অফিস কার্যক্রম শুরু করা হয় ১লা সেপ্টেম্বর ২০১৫ সালে । আলফা নেটের উল্লেখযোগ্য বৃদ্ধি এবং প্রসারণের কারণে কর্মচারীদের উন্নত পরিবেশ প্রদানের জন্য কোম্পানিটি অফিসের স্থান পরিবর্তন করে আরো উন্নত ও মনোরম পরিবেশে নিয়ে গিয়েছে । কাস্টমার সেবার মান অব্যাহত রেখে ৬ নভেম্বর ২০২০ তারিখে আলফা নেট বগুড়া অফিস নতুন আঙ্গিকে উদ্বোধন হয় । বগুড়া অফিসটি উদ্বোধন করেন আলফা নেট এর উপদেষ্টা জনাব মোঃ ফরিদ হায়দার ।
আলফা নেট এর সিইও মোঃএকরামুল হায়দার তার বক্তব্যে বলেছেন, " আলফা নেট এর নতুন অফিসটি ব্যবসা প্রসারণের পরবর্তী ধাপকে এগিয়ে নিয়ে যাবে এবং আলফা নেট এর বিভিন্ন সার্ভিস বিশ্বের চারেদিকে ছড়িয়ে যাবে । আমরা বিশ্বব্যাপী আমাদের সম্মানিত ক্লায়েন্টদের সর্বোত্তম সার্ভিস দেওয়ার চেষ্টা করছি " । আলফা নেট তার মিশনের প্রত্যাশায় আগামী বছরগুলিতে আরোও বাড়বে বলে আশাবাদী । নতুন স্থানটি কেবল আকর্ষণীয়ই নয়, অত্যন্ত কার্যকরী, অত্যাধুনিক প্রযুক্তির সাথে একটি দুর্দান্ত পরিবেশ তৈরি করেছে।