23 Aug 2025
গত ২৩ আগস্ট ২০২৫ – রাজধানীর ড্যাফোডিল পলিটেকনিকে অনুষ্ঠিত হলো “Artificial Intelligence – AI Career & Higher Study Seminar”। দেশের শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে আলফা নেটের এ আয়োজন ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।
মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে কর্মরত AI গবেষক ও প্রকৌশলী ইসরাফিল মাসুম (AI Engineer, USA)। তিনি শিক্ষার্থীদের সামনে কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা ব্যাখ্যা করেন এবং ভবিষ্যতের শিল্পবিপ্লবে AI-এর ভূমিকা তুলে ধরেন। তার বক্তব্যে উঠে আসে Robotics, Data Science এবং Generative AI-এর মতো আধুনিক বিষয়।
তিনি শিক্ষার্থীদের বলেন, “ভবিষ্যতের চাকরির বাজারে টিকে থাকতে চাইলে শুধু ডিগ্রি নয়, AI-ভিত্তিক দক্ষতাও অর্জন করতে হবে।” এসময় তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি ও ইউরোপের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ এবং Scholarship পাওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে Israfeel Masum আলফা নেট এর নিজস্ব Artificial Intelligence Server ব্যবহার করে শিক্ষার্থীদের সামনে কিছু বাস্তব উদাহরণ তুলে ধরে। ডেমোর মধ্যে ছিল Speech-to-Text Generation। শিক্ষার্থীরা সরাসরি দেখতে পান কিভাবে AI মানুষের কণ্ঠকে সঠিকভাবে টেক্সটে রূপান্তর করতে পারে।
এই হাতে-কলমে প্রদর্শনী শিক্ষার্থীদের বিশেষভাবে অনুপ্রাণিত করে। অনেক শিক্ষার্থী বলেন যে, বই বা অনলাইনে পড়লেও এতটা স্পষ্টভাবে তারা কখনও বিষয়গুলো বুঝতে পারেননি। AI Server-এর ডেমো তাদের জন্য নতুন এক অভিজ্ঞতা।
শিক্ষকরা মনে করেন, পলিটেকনিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এই ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর। একজন শিক্ষক বলেন, “আমাদের শিক্ষার্থীরা শুধু প্রাতিষ্ঠানিক পড়াশোনা নয়, বাস্তব প্রযুক্তি সম্পর্কে ধারণা পাচ্ছে—এটাই বড় সাফল্য।”
আয়োজনে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তারা প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশ নেন। Scholarship প্রাপ্তির উপায়, বিদেশে পড়াশোনার খরচ, এবং কোন AI প্রযুক্তি শেখা উচিত—এসব বিষয়ে শিক্ষার্থীরা নানা প্রশ্ন করেন।
আলফা নেটের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে দেশের আরও বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয়ে তারা এ ধরনের সেমিনার আয়োজন করবে। এ উদ্যোগ স্মার্ট বাংলাদেশ গঠনে তরুণদের প্রস্তুত করতে বড় ভূমিকা রাখবে।
[All Registered Trademarks, Logo and Brand Names are properties of their respective owners]